Layout কি এবং এখান থেকে কি কি কাজ করা যায়?

এই পেজে যা যা শিখতে পারবেন।
Ø    কিভাবে Favicon Icon পরিবর্তন করবেন?
Ø    কিভাবে Navbar প্রদর্শন বন্ধ করবেন?
Ø    কিভাবে Header এ ছবি ইনসার্ট করবেন?
Ø    কিভাবে ব্লগ বা সাইটের পেজগুলো প্রদর্শন করা যাবে?
Ø    কিভারে ব্লগে Tab তৈরি করে পেজ প্রদর্শন করা যাবে?
Ø    কিভাবে নির্ধারণ করবেন যে আপনার ব্লগের হোম পেজে কতগুলো পোস্ট একত্রে প্রদর্শন করবে?
Ø    কিভাবে নির্ধারণ করবেন যে আপনার ব্লগের হোম পেজে সময়, তারিখ, আপনার নাম, কমেন্ট, ইত্যাদি প্রদর্শন করবে কি না?
Ø    কিভাবে ব্লগের তলায় (Footer বা Attribution) আপনার নাম যুক্ত করতে পারবেন

Blogger প্লাটপর্মের খুবই গুরুত্বপূর্ণ একট বিষয় হল Layout. Layout এর মাধ্যমে মূলত আপনির ব্লগের ডিজাইন নার্দেশ করে। Layout এর মাধ্যমে আপনি আপনার ব্লগের কোন স্থানে কি দিয়ে সাজাবেন তা নির্ধারণ করতে পারবেন। এখান থেকে আপনি ব্লগের gadget সমূহে পরিবর্তন করতে পারবেন। মূল পেজে কতগুলো পোস্ট প্রদর্শিত হবে, তারিখ, পোস্টকারী ইত্যাদি প্রদর্শন করবে কি না তা নির্ধারণ করে দিতে পারবেন। Layout এর কার্যপ্রক্রিয়া বর্ণনা করা হল। প্রথমে sign in করে আপনার Blog > Layout প্রবেশ করুন। নিচের ছবির মত পেজ আসবে। পেজটি ভালভাবে পর্যবেক্ষণ করুন। এখানে আমাদের ব্লগের Layout প্রদর্শিত হল। আপনিও এমন Layout দেখতে পাবেন হয়তো সামান্য পরিবর্তন থাকতে পারে কিন্তু পার্যক্রম একই হবে।

Layout এ যেসব বিষয় দেখতে পাবেন তা হল
ক) Favicon (উপরে বাম কোনায়)
খ) Navbar (উপরে ডান কোনায়)
) Header (FaviconNavbar নিচে)
) Pages (যদি Page gadget যুক্ত করা থাকে)
) Blog Post (ঠিক মাঝে)
) Attribution (সবথেকে নিচে)
) Add a Gadget (বিভিন্ন স্থানে)

ক) Favicon : Favicon হল আপনার সাইট বা ব্লগের একটি চিহ্ন। যখন কেউ আপনার ব্লগ ভিজিট করবে তখন সে তার ব্রাউজারের কোনায় আপনার ব্লগের Favicon Icon বা ছবি দেখতে পাবে।
কিভাবে Favicon Icon পরিবর্তন করবেন?
১) প্রথমে Adobe Photoshop বা অন্য কোন Software দ্বারা আপনি একট বর্গাকার Icon ছবি তৈরি করুন যার সাইজ হবে ১০০ Kb এর কম।
২) Blog > Layout প্রবেশ করে Favicon বারের নিট Edit লেখার উপর ক্লিক করুন। নতুন window তে একটি পেজ আসবে।

৩) Choose File বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে তৈরিকৃত Favicon Icon ফাইলটি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে সেটি প্রদর্শিত হবে।
৪) Save বাটনে ক্লিক করুন।
দু-এক দিনের মধ্যেই আপনার ব্লগ ভিজিট করলেই Favicon Icon প্রদর্শিত হতে থাকবে।

খ) Navbar: Navbar হল Blogger platform এর একটি বার যেখানে ব্লগ ভিজিটর তার Google Account এ লগ ইন করার অপশন পাবে ভিজিটর তার ব্লগে প্রবেশ করতে পারবে। আপনার সকল ব্লগে প্রবেশ করতে পারবে। ভাল ব্লগের ক্ষেত্রে Navbar প্রদর্শন বন্ধকরে দেওয়া উচিত।
কিভাবে Navbar প্রদর্শন বন্ধ করবেন?
১) Blog > Layout প্রবেশ করে Navbar বারের নিট Edit লেখার উপর ক্লিক করুন। নতুন window তে একটি পেজ আসবে। সেখানে আপনি কয়েকটি Navbar এর ডিজাইন পাবেন এবং শেষে Off একটি অপশন পাবেন।

২) আপনি যেটি ব্যবহার করতে চান সেটির চেকবক্স চালু করুন। বন্ধ করতে চাইলে Off এর চেকবক্স চালু করে নিচে Save বাটনে ক্লিক করুন।
দু-এক দিনের মধ্যেই আপনার ব্লগ ভিজিট করলেই Navbar বন্ধকরলে তা প্রদর্শন করবে না।

) Header: Header হল আপনার ব্লগের উপরের অংশ যেখানে ব্লগ টাইটেল প্রদর্শন করে থাকে আপনি চাইলে এখানে একটি সুন্দর ছবি প্রদর্শন করাতে পারেন। আবার ছবি, টাইটেল ও বর্ণনা একই সাথে প্রদর্শন করাতে পারেন।

কিভাবে Header এ ছবি ইনসার্ট করবেন?
১) প্রথমে Adobe Photoshop বা অন্য কোন Software দ্বারা আপনি একট আয়তকার ছবি তৈরি করুন যার প্রস্থ (width) হবে আপনার ব্লগের প্রস্থের সমান। ব্লগের প্রস্থ দেখতে আপনি Blog>Tamplate>Customize>Adjust wide এ প্রবেশ করুন দেখন Inter Blog কত pixel এ আছে এবং উচ্চতা (Height) ২০০ বা ৩০০ এর কাছাকাছি রাখলে সুন্দর হবে।
২) Blog > Layout প্রবেশ করে Header বারের নিট Edit লেখার উপর ক্লিক করুন। নতুন পেজ আসবে সেখানে Choose File বাটন ক্লিক করে আপনার কম্পিউটার থেকে উক্ত ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন। আপনার দেখানো ছবিটি প্রদর্শিত হবে।

৩) নিচে তিনটি অপশন পাবেন:
Behind title and description
Instead of title and description
Have a description placed after the image
এখান থেকে ঠিক করুন আপনার ব্লগে Header Bar এ শুধু ছবি না ছবির সাথে টাইটেল ও বর্ণনা প্রদর্শিত হবে।
৪) একটি বাটন সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন।
এখন আপনার সাইট ভিজিট করলে Header এ ছবি প্রদর্শন করবে।

ঘ)Pages: যদি আপনার ব্লগে পেজ তৈরি করা থাকে এবং সেগুলোকে ব্লগে প্রদর্শন কিরয়ে থাকেন তবে এই Pages (Gadget) টি দেখতে পাবেন। প্রদর্শন করানো না থাকলে প্রদর্শন করাতে হবে।
কিভাবে ব্লগ বা সাইটের পেজগুলো প্রদর্শন করা যাবে?
কিভারে ব্লগে Tab তৈরি করে পেজ প্রদর্শন করা যাবে?

১) যান Blog>Layout.
২) আপনি ট্যাবে প্রদর্শন করাতে চাইলে Header Bar এর নিচে বড় বারে (Add Gadget) ক্লিক করুন। আর সাইডে প্রদর্শন করাতে চাইলে সাইড বারে (Add Gadget) ক্লিক করুন। নতুন পেজ আসবে।

৩) খুজে বের করুন “Pages” লেখা এবং তার উপর ক্লিক করুন। নতুন একটি পেজ আসবে। সেখানে বাম সাইডে আপনার ব্লগের সকল পেজসমূহ প্রদর্শিত হবে। সেখান থেকে যত গুলো পেজ সিলেক্ট করবেন তত গুলো ডান সাইডে (List Order) দেখা যাবে কারণ সে পেজ গুলো প্রদর্শিত হবে। List Order সাইডে প্রদর্শিত পেজএর উপর মাউজ পয়েন্ট চেপে ধরে উপর নিচে সরানো যাবে। যে পেজ উপের থাকবে সে পেজ প্রথমে বা উপরে দেখা যাবে। এভাবে পর্যায়ক্রমে দেখা যাবে।

৪) সবশেষে Save বাটনে ক্লিক করুন।
আপনার পেজগুলো ট্যাবে বা সাইড বারে প্রদর্শিত হবে। এখন যদি আপনি ট্যাব থেকে সাইডবারে বা সাইডবার থেকে ট্যাবে নিয়ে যেতে চান তাহলে Layout এ প্রবেশ করে Pages লেখা বারে মাউজ পয়েন্ট চেপে ধরে সরিয়ে উপরে বা সাইডে নিয়ে আসুন। Save Arrangement বাটনে ক্লিক করুন।

ঙ) Blog Post:স্থানে আপনার ব্লগে যাবতীয় পোস্টগুলো প্রদর্শন করে। এখান থেকে আপনি মুল পেজে কতগুলো পোস্ট, কমেন্ট, দেখাবে তা নির্ধারণ করতে পারবেন। তারিখ, লেভেল ইত্যাদি পেজে প্রদর্শন করবে কি না তা নির্ধারণ করতে পারবেন।
কিভাবে নির্ধারণ করবেন যে আপনার ব্লগের হোম পেজে কতগুলো পোস্ট একত্রে প্রদর্শন করবে?
কিভাবে নির্ধারণ করবেন যে আপনার ব্লগের হোম পেজে সময়, তারিখ, আপনার নাম, কমেন্ট, ইত্যাদি প্রদর্শন করবে কি না?
১) যান Blog>Layout.
২) Blog Post এলাকার নিচে  Edit বাটনে ক্লিক করুন। নতুন পেজ আসবে।
৩। উপরে কত গুলো পোস্ট হোম পেজে দেখাবেন তা লিখুন। তার পর নিচে অনেক চেকবক্স দেখতে পাবেন যেটি প্রদর্শন করতে চান সেটির চেকবক্সে টিক দিন (ক্লিক করে)।
৪) সবশেষে নিচের Save বাটনে ক্লিক করুন।

চ) Attribution: Attribution হল আপনার ব্লগের ডিজাইন বা মূলে কে বা কারা আছেন তাদের নাম ও সংগঠন এর নাম। সাধারণত Blogger এর টেম্পেলেট ব্যবহার করার কারনে ডিজাইনার এর নাম ও Powered by Blogger কথাটি লেখা থাকে। এখানে আপনার নাম যুক্ত করতে পারবেন।
কিভাবে ব্লগের তলায় (Footer বা Attribution) আপনার নাম যুক্ত করতে পারবেন।
১) যান Blog>Layout.
২) Attribution বারের নিচে  Edit বাটনে ক্লিক করুন। নতুন পেজ আসবে।
) সেখানে Copyright (optional) বক্সে আপনার নাম বা সংগঠনের নাম লিখে নিচের Save বাটনে ক্লিক করুন।
ডিজাইনার এর নাম Powered by Blogger কথাটির পূর্বে আপনার লেখা নাম প্রদর্শিত হবে।


) Add a Gadget: Layout এর উপরে নিচে সাইডে বক্সে Add a Gadget লেখাটি দেখতে পাবেন। মূলত এখানে ক্লিক করে বিভিন্ন বিষয় ইনসার্ট করতে হয়। যেমন Pages এর ক্ষেত্রে করা হয়েছে। পরে বিস্তারিত জানতে পারবেন। 

No comments:

Post a Comment