কিভাবে Blogger প্লাটফর্মে Attribution রিমোভ করে ব্লগের নিজে নিজের নাম বা অন্য লেখা প্রদর্শন করানো যায়?

এ অধ্যায়ে যে বিষয় গুলো শিখতে পারবেন:
Ø     Blogger প্লাটফর্মে কিভাবে Attribution রিমোভ করা যায়?
Ø     কিভাবে ব্লগের নিচে Attribution এর স্থানে নিজের নাম বা অন্য লেখা বসানো যায়?
আপনার তৈরিকৃত ব্লগের নিচের অংশে কোন ডিজাইনারের নাম থাকা আপনার খারাপ লাগতে পারে। আপনি চাইলে তা রিমোভ করতে পারেন। সেখানে অন্য কোন লেখা বসাতে পারেন। কিভাবে তা করবেন তা দেখানো হল

Blogger প্লাটফর্মে কিভাবে Attribution রিমোভ করবেন?

১) লগ/সাইন ইন করে যে ব্লগ থেকে রিমোভ করবেন সে Blog>Template>Edit HTML এ প্রবেশ করুন।

২। Jump to widget বাটনে ক্লিক করে পপ ডাউন থেকে Attribution 1 এ ক্লিক করুন।

৩। <b:section class='foot' id='footer-3' showaddelement='no'>
        <b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'>
উপরের কোড টি খুজে বের করুন

৪। no এর স্থলে yes এবং true এর স্থলে false লিখুনSave Template বাটনে ক্লিক করুন।
৫। Template সেভ হয়ে গেলে Dashboard Layout বাটনে ক্লিক করুন।
৬। LayoutAttribution বারে Edit লেখার উপর ক্লিক করুন। নতুন পেজ আসবে।

৭। সেখান থেকে Remove বাটনে ক্লিক করুন। Attribution লেখা গুলো রিমোভ হয়ে যাবে।


কিভাবে ব্লগের নিচে Attribution এর স্থানে নিজের নাম বা অন্য লেখা লিখবেন?

১। Layout এর নিচের অংশে থাকা Add a gadget লেখার উপর ক্লিক করুন। gadget পেজ আসবে।

২। সেখান থেকে HTML/JavaScript নামক gadget খুজে বের করে তার উপর ক্লিক করুন। নতুন পেজ আসবে।

৩। বক্স ফাকা রfখুন এবং HTML লেখার বক্সে নিচের কোডটি পরিবর্তন করে লিখুন।

<meta http-equiv="Content-Language" content="en-us">
<p align="center"><b><font size="5">Guideline Team</font></b></p>

font size="5" হল লেখার আকার এবং Guideline Team হল যে লেখা প্রদর্শিত হবে।

৪। Save বাটনে ক্লিক করুন।


No comments:

Post a Comment